1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলা আ. লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা 

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা। ১১ ডিসেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে (সরকারি বালক উচ্চ বিদ্যালয়) এসে সম্মেলন স্থলে পৌঁছায়। সম্মেলন স্থারে কেন্দ্রীয় নেতৃত্বদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে তাদের স্বাগত জানান জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতারা। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সম্মানিত জাতীয় পরিষদের সদস্য জাহিদ মালেক স্বপন, নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের আব্দুল সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :