সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ ভাই ও বোনকে গ্রেফতার করেছে র্যাব-৪। র্যাবের উপস্থিতি টের পেয়ে এসময় তাদের বড় ভাই মো. আক্কাস (৩৮) পালিয়ে যায়। ১০ অক্টোবর সোমবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকার মৃত জরু মিয়ার ছেলে মো. মোখলেস (৩০) ও তার মেয়ে বিলকিস বেগম(৩৩)। র্যাবের প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতার কৃত দুইজন ও পলাতক আক্কাস পরস্পর আপন ভাই-বোন। তারা এই জেলার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনে স্থানীয় ক্ষুদ্র মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা-সহ মাদক পরিমাপের একটি ডিজিটাল ওয়েট মেশিনসহ মোখলেস ও বিলকিসকে গ্রেফতার করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের বড় ভাই আক্কাস পালিয়ে যান। পলাতক আসামিকে ধরার জন্য জোর তৎপর রয়েছে র্যাব বলে জানা যায়। সিপিসি-৩, র্যাব-৪ এর লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৫টার দিকে র্যাবের একটি দল আসামিদের নিজ বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন। এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা হয়েছে।
Leave a Reply