সংবাদ ডেস্ক: মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ১৯ জুলাই মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মারুফ হোসেন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইছাইল গ্রামের মামুন মিয়ার ছেলে।বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হেসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি যানেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে দুই চালক আটকা পড়েন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ও ট্রাকের হেলপারসহ ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের হেলপার মারুফের মৃত্যু হয়।
Leave a Reply