মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক (২৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ৮ মে রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার পকেট থেকে বাদশা মোল্লা, ক্লিনিয়ার, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে পাটুরিয়াঘাট থেকে ছেড়ে আসা সেলফী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জননী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেলফী পরিবহনের অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত তিনি আরও জানান, মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।
Leave a Reply