সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভার ব্যবস্থাধীন সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন যানবহন ও কুলিস্টান্ডে মালবাহী ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যানে মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে চুক্তির শর্ত অনুযায়ী রশিদ এর মাধ্যমে টোল আদায়ের জন্য ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে অটোরিকশা-ইজিবাইক থেকে টাকা তোলা যাবে না। রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন পর্যন্ত শুধুমাত্র ঢাকা-আরিচা মহাসড়কে চুক্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে উল্লেখিত যানবাহন থেকে টোল আদায় করা যাবে। পণ্য/ মালবাহী যানবাহন থেকে মালামাল বা পণ্য লোড-আনলোড ব্যতীত অন্যান্য যানবাহন ও শাখা রোড বা মহল্লায় টোল আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন মেয়র হাজী মো. আবদুল গনি। ১ জুন বুধবার ইজারাদার মো. আব্দুল আলীমকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন মেয়র। ইজারাদারের সঙ্গে পৌর কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি পত্রে উল্লেখ করা শর্তাবলী পালনে ব্যর্থ হলে ইজারা বাতিল করে দেয় মূল্য বাজেয়াপ্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইজারাদারকে সতর্ক করা হয়েছে ওই চিঠিতে। উল্লেখ্য, মহাসড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সকল পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। সাভার পৌর এলাকায় একই কায়দায় টাকা তোলার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। চুক্তির বাইরে রাজাশন সড়কে টোল আদায়ের ধারাবাহিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার পৌর মেয়র ইজারাদারকে এ নির্দেশ জারি করেছেন।
Leave a Reply