স্পোর্টস ডেস্ক: ব্রাজিল-ক্যামেরুন লড়াইয়ে ফেবারিট কে? নিঃসন্দেহে পরিসংখ্যানে সব দিক থেকে এগিয়ে ব্রাজিল। আজ (শুক্রবার) রাত একটায় গ্রুপপর্বের শেষ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে চলুন এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানে… * ব্রাজিল-ক্যামেরুন এর আগে মুখোমুখি হয়েছে ৬ বার। ৫ বারই জিতেছে ব্রাজিল, মাত্র একটি জয় ক্যামেরুনের। * বিশ্বকাপে দুইবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি ক্যামেরুন। এই টুর্নামেন্টে সবশেষ দেখায় (২০১৪ সালে) ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। *সব প্রতিযোগিতা মিলিয়ে হিসেব করলে সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
Leave a Reply