সংবাদ রিপোর্ট: “একটাই পৃথিবী ; প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই মূল সুরকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে সাভারে ময়লা-আবর্জনা পরিস্কার করলো শিক্ষার্থীরা। পরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে তারা। ৫ জুন রবিবার সকালে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের শহীদ তিতুমীর স্কুলের শিক্ষার্থীরা বিনোদবাইদ এলাকায় র্যালী ও আলোচনা সভা এবং ময়লা পরিস্কার কর্মসূচী পালন করে। র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন, শহীদ তিতুমীর স্কুলের প্রধান শিক্ষক দীপক সাহা, কারিতাস উদ্যম প্রকল্পর এডুকেটর সুমন জন রোজারিও, ইউনিট অফিসার আব্দুর রাজ্জাক, কামরুল হাসান প্রমুখসহ স্কুলের শিক্ষার্থীরা। র্যালীটি শহীদ তিতুমীর স্কুল ক্যাম্পাস থেকে শুরু করে কামাল গার্মেন্টস মোড় পর্যন্ত প্রদক্ষিন করে সাভার শহীদ তিতুমীর স্কুলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজ উদ্যোগে স্কুলের পাশে রাস্তার ময়লা আর্বজনা পরিষ্কার পরিছন্ন করেন। র্যালী পরবর্তী আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক দীপক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিট অফিসার আউটরীচ, আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, দেশে প্রতি বছর মোট মৃত্যর ২৮ শতাংশ ঘটে দূষণজনিত অসুস্থতায়। আর এক গবেষণায় দেখা যায় দূষণে বিশ্বে বছরে ৯০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। পরিবেশ বিপর্যয়ের তালিকায় পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে বৃক্ষনিধন ও বন ভুমি উজাড় হওয়া, যেখানে সেখানে ইটভাটা, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, দ্রুত শিল্পায়ন, সার ও কীটনাশকের মাএাঅতিরিক্ত ব্যবহার, শিল্প কলকারখানার বর্জ্য, গাড়ীর বিষাক্ত ধোঁয়া ইত্যাদি কারণে পরিবেশের বিপর্যয় করছে। পরিবেশ দুষণ রোধ করার জন্য সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply