সংবাদ রিপোর্ট : শারীরিক প্রতিবন্ধী সালমা আক্তার। উচ্চতা মাত্র তিন ফুট দুই ইঞ্চি। সেকারণে ছোটবেলা থেকে শুনতে হয়েছে সমাজের মানুষের কাছে নানা কটু কথা। কখনো রাস্তায় কখনো কলেজের সহপাঠী কিংবা বাসে সব জায়গাতে অবেহলার স্বীকার হতে হয়েছে তাকে। তবে কখনো থেমে থাকেনি এগিয়েছে সত্যের পথে। জীবন চলার পথে নানা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে এবার আসন্ন ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদ প্রার্থী তিনি। ২৬ বছর বয়সী সালমা সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার মোহাম্মদ আলী ও দোলোয়ীর বেগম দম্পতির ৭ সন্তানের মধ্যে সবার ছোট। সে সাভার সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগে ¯œাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজের অসহায় মানুষের পাশে থেকে উপকার করেন সালমা। এ কারণে ওই এলাকার মানুষদের কাছেও তিনি খুব জনপ্রিয়। এবার বই প্রতীকে নির্বাচন লড়ছেন তিনি।
সালমা বলেন, ‘ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলাকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। তারপরও শত বাঁধা উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে গেছি। এর পাশাপাশি চেষ্টা করেছি, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে। নির্বাচনে জয়ী হলে শিক্ষা, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের অধিকার নিয়ে পাশে দাড়াতে চাই। গ্রামের মানুষ আমার পাশে আছে। আশা করি তারা আমাকে বই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
Leave a Reply