সংবাদ রিপোর্ট : সাভারে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছে অন্তত ৩০ জন। রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া ও সদর ইউনিয়নের দেওগাঁও ও চাঁপাইন এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সহিংসতার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়,গতকালের ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রহমত আলী সরকার নির্বাচনে পরাজিত হয়ে রাতে বিজয়ী ইউপি সদস্য চাঁন বাদশার সমর্থক হারুরিয়া এলাকার মহিজ উদ্দিনের বাড়িতে ও কয়েকটি দোকানে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। দশজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। অপরদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাতে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের কয়েক জন সমর্থকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বত্তরা। এসময় দুর্বৃত্তরা প্রায় দশজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এদিকে একই ঘটনায় রাতে সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় এক সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্যদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ৫ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা পৃথক তিনটি ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মারধর ও ভাঙচুরের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় সাভার মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই শাহ্ আলম। উল্লেখ গতকালের সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টিতে আওয়ামী লীগ সমর্থিত ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
Leave a Reply