সংবাদ রিপোর্ট: সাভারে বিকাশ এজেন্ট জাহিদ হোসেনকে (৫৫) পিটিয়ে ও মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এক দল ছিনতাইকারি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পৌর এলাকার ছোট বলি মেহেরের পাকিজা কোয়াটার সংলগ্ন এলাকায় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহতের পুত্র বিপুল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বিকাশ দোকানী জাহিদ হোসেন প্রতিদিনের মতো বিকাশের টাকা নিয়ে দুপুরে ব্যস্ত সময় অতিবাহিত করছিলেন। এমন সময় স্থানীয় মাদক ব্যবসায়ি ফিরোজের পুত্র সবুজ, জজ আলীর পুত্র মহিফুল ওরফে রাসেল ও তার ভাই শহীদুল ওরফে শহীদসহ ৫/৬জন আকস্মিক মাক্স পরিহিত হয়ে দোকানে প্রবেশ করে জাহিদ হোসেনকে এলোপাথারি মারপিট ও দোকানের ভেতরে ভাংচুর চালায়। তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। এ সময় জাহিদের মাথা ফেটে রক্তে তার শরীর ও দোকান ঘর রক্তাক্ত হয়। জাহিদ হোসেনকে অচেতন অবস্থায় প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলা হলেও আসামীদের কেহ ধরা পড়েনি। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল হোসেন জানান, গুরুত্বসহকারে তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply