1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে আশুলিয়ায় বন্ধুকে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা, যুবক গ্রেপ্তার ধামরাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ইটভাটার লাইসেন্স নবায়নের সুযোগ দেখছি না: পরিবেশ উপদেষ্টা সাভারে ইয়াবাসহ টেকনাফ থেকে আসা ব্যক্তি গ্রেফতার সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা খোরশেদ আগামীর সাভার হোক সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও মাদকমুক্ত: খোরশেদ আলম সাভারে মডেল মসজিদের পেছনে মিলল বৃদ্ধার লাশ

ফলোআপ: শাহীন হত্যাকাণ্ডে মেহেদী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে গ্যারেজ মিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মেহেদী হাসানকে গাজীপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ২২ মে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ মে রাত ৯টা ২৫ মিনিটে ব্যাংক কলোনী মহল্লায় সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর বাড়ির অদূরে এক গ্যারেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শাহীন নিহত হন। ঘটনার পরপর সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যাচ্ছেন। পুলিশের তদন্তে উঠে আসে, ওই ব্যক্তি মেহেদী হাসান। যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী। গাজীপুরে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেহেদীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। একটি সূত্র দাবি করেছে, গ্যারেজ মালিক বরুণ একজন মাদকাসক্ত। গ্যারেজে নিয়মিত জুয়ার আসর বসে। মেহেদী ওই রাতে গ্যারেজে মদ্যপান করে এবং জুয়ার আসরে বসেন। গ্যারেজ কর্মী শাহীনকে নেশা জাতীয় কিছু একটা আনতে বললে সে রাজি হয়নি । এ নিয়ে ক্ষুব্ধ হন মেহেদী। মধ্যপ অবস্থায় মেহেদী তাকে গুলি করে হত্যা করে। পরে তিনি গাজীপুরে পালিয়ে যান। সেখানে তার এক ভাইয়ের বসবাস। পুলিশের একটি সূত্র দাবি করেছে, মেহেদীর কাছে লাইসেন্স করা অস্ত্র ছাড়াও অবৈধ রয়েছে।

তার সমন্ধির অস্ত্রের ব্যবসা রয়েছে ঢাকার পুরানো পণ্টনে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে পরিবার নিয়ে ছায়াবীথি এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম নাসির উদ্দিন । তাদের পূর্বের বাড়ি সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায়। বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডিপজলের হাত ধরে মেহেদী একাধিক চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গ্রেপ্তার মেহেদী হাসানের ভাই জাহিদ হাসান বলেন, ‘আমার ভাই মেহেদী হাসানকে টঙ্গীর তারগাছ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আমার ভাই হত্যাকান্ডের সাথে জড়িত কি না জানি না। তবে তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমার ভাই বাংলাদেশ চলচিত্র সমিতির সদস্য ও দৈনিক আল মোজাদ্দেদ প্রত্রিকার সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন বলে দাবি করেন তিনি। ২৩ মে শুক্রবার সকালে রাজধানী মিরপুরে র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।
র‍্যাব জানায়, ২২ মে রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামিকে একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ গ্রেপ্তার করা হয়।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটা-কাটির এক পর্যায়ে গুলি করে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :