1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

প্রীতি ম্যাচের ব্রাজিল দলে এক চমক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

স্পর্টস ডেস্ক : জুনে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি এন্তোনির। বাদ পড়েছেন আর্থুর। তবে বিশ্বকাপের আগে জায়গা ধরে রেখেছেন বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেস। দলে ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স সান্দ্রো আর ম্যাথিউজ কুনহা। ২৭ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পালমেইরাস মিডফিল্ডার দানিলো। আগামী ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিওলে এবং ৬ জুন জাপানের বিপক্ষে টোকিওতে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এদিকে ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বুধবার বাতিল হয়ে গেছে।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেল্লেস, আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: দানিলো, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :