সংবাদ রিপোর্ট :সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ আগস্ট সোমবার দুপুরে তাকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। পরে ওই মামলা থেকে ওই ব্যক্তিকে পুলিশের এস আই পরিচয় দিয়ে হারুনুর রশিদ এক যুবক তাকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় অভিযুক্ত হারুনুর রশিদকে আসামী করে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দুপুরে অভিযুক্তকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করেছে।