সংবাদ রিপোর্ট : সাভার পৌর এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের কামড়ে নারী পুরুষ শিশুসহ ১২ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ১৭ আগস্ট বৃহস্পতিবার (বাংলায় ভাদ্র মাসের ২ তারিখ) সাভার মডেল থানার পশ্চিম পাশে ৬ এবং ৪ নং ওয়ার্ডের বংশী নদীর পার ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জুয়েল জানান, ছোট একটি কুকুর সকাল থেকেই ক্ষিপ্ত। সামনে যাকে পাচ্ছে তাকে ধাওয়া দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরো কয়েকটি কুকুর যোগ হয়েছে। সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। সন্ধ্যার দিকে স্থানে নরসুন্দরের স্ত্রীকে কামড়ে দেয় একটি কুকুর। এর আগে দিনের বিভিন্ন সময় আরো ১১ জনকে কামড়িয়েছে। আক্রান্তরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন। এদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আক্রান্তদের শরীরের বিভিন্নস্থানে কামড়ে দিয়েছে কুকুর। পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেল প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রতিটি পাড়া মহল্লায় দল বেধে ঘুরছে কুকুর। যার অধিকাংশ জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশন দেওয়া নেই। সাধারণ মানুষ ভয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরতরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই কুকুরে কামড়ানো রোগী আসছে। হাসপাতালে এজন্য কোন ইনজেকশন নেই। রোগীকে নিজ খরচায় ইনজেকশন কিনতে হচ্ছে। এতে দরিদ্ররা বিপাকে পড়েছেন। ছোট বাচ্চাদের নাক, ঠোঁট এবং ঘাড়ে কামড়ে দিয়েছে কুকুর।
Leave a Reply