1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে টানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার শিহাব খান রানা প্লাজা ধসের ১৫ মামলা আদালতে ঝুলে আছে এক যুগ মোহাম্মদ জুয়েল মিঞা আবারো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সাভারে কুড়িয়ে পাওয়া শিশু চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির নেতা: খোরশেদ সাভারে এসএসসি পরীক্ষার হলে গাফিলতি, ৭ শিক্ষক বহিষ্কার মিটে গেলো খোরশেদ-অভি বিরোধ ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে মিলল রিকশাচালকের মরদেহ আশুলিয়ায় হত্যার পর নারীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর ভোটকেন্দ্রে নারী ভোটার বেশি

  • আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

সংবাদ ডেস্ক : নোয়াখালীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরমধ্যে নারী ভোটারের উপস্থিতি বেশি। সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৫৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১০১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরমধ্যে সদরের ৯ ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭ ইউনিয়নের ৬৬টি কেন্দ্র রয়েছে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তা কঠোরহস্তে দমন করতে হবে।জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, সদরের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদরে মোট ভোটার দুই লাখ ৩৩ হাজার ৭৯৬ ভোট। এরমধ্যে নারী একলাখ ১১ হাজার ২৬৬ জন ও পুরুষ একলাখ ২২ হাজার ৫৩০ জন।

অন্যদিকে কবিরহাটে মোট ভোটার একলাখ ৪৫ হাজার ৬২৪ জন। এরমধ্যে পুরুষ ৭৫ হাজার ৬১১ জন ও নারী ৭০ হাজার ১৩ জন। জেলা নির্বাচন কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তা, তিনজন কনেস্টবল, ১৮ জন আনসারসহ মোট ২২ জন দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রতিকেন্দ্রে পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্রাইকিং, সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। দায়িত্বে রয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :