1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

নির্বাচিত হওয়ার পর প্রথম একসঙ্গে কাঞ্চন-জায়েদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশব্যাপী। নির্বাচন ঘিরে সিনেমাপ্রেমী মানুষ যে আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছেন তা অভাবনীয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান জয়ী হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড় তোলে। তারকারা একে অপরের বিরুদ্ধে মামলা করার হুমকি পর্যন্ত দিয়েছেন। তবে এবার মনে হয় অভিযোগের বরফ গলছে। সেই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। অন্য প্যানেল থেকে জয়ী নবনির্বাচিত সভাপতি কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ফুলের তোড়া নিয়ে এক ফ্রেমে দাঁড়িয়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জায়েদ খান একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, ‘নির্বাচিত হওয়ার পর প্রথম দুইজন একসাথে…।’ এ সম্পর্কে জায়েদ খান বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আমরা একসঙ্গে হাজির হয়েছিলাম।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :