বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একটা সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। সিনেমায় ব্যস্ততা বেড়ে যাওয়ায় ছোট পর্দায় কাজ কমিয়ে দেন। তবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠনের নির্বাচনে ভোট দিতে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোট দেওয়ার পর মিম বলেন, নির্বাচন আমাদের কাছে উৎসব। তাই এক ধরনের উৎসাহ নিয়েই ভোট দিতে আসি। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা নিয়ে মিম বলেন, যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যেন শিল্পীদের সুখে দুঃখে পাশে থাকে। শিল্পীদের কল্যাণে কাজ করে। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে সকাল নয়টা থেকে চলছে শিল্পী সংঘের ভোটগ্রহণ। শেষ হবে বিকেল পাঁচটায়। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
Leave a Reply