সংবাদ রিপোর্ট: ২৪ ঘন্টা নাটকের পর অবশেষে সাভার পৌর ছাত্রলীগের কমিটির সভাপতি হিসেবে মাসুম দেওয়ান এবং সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবুর নাম ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই দুজনের নাম ঘোষণা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। এতে আব্দুল্লাহ আল নাঈম সাধারণ সম্পাদক বলে যে প্রচারণা ছিল তা শেষ হল। তাকে পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হতে পারে। শনিবার আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক সভায় ডাক্তার এনামুর রহমান পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলে শুক্রবার রাতে কে আসল সাধারণ সম্পাদক তা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছিল তার অবসান হয়েছে।
Leave a Reply