1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

নতুন কোচ পেলে মেসি আরও ভালো খেলবে: ডি মারিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়ে প্রথম মৌসুম নিজের ছায়া হয়েই ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে নতুন মৌসুমে কোচ বদলানো হলে মেসি ভালো করবেন বলে মনে করেন তার স্বদেশি সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। এরই মধ্যে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি মারিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেবেন তিনি। পাশাপাশি পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনোকেও সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ডি মারিয়া মনে করেন, পচেত্তিনোর বদলে পিএসজিতে নতুন যে কোচই আসুক, নতুন মৌসুমে আগের চেয়ে আরও ভালো করবেন মেসি। যা কি না পিএসজির হয়ে প্রথম মৌসুমে করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘মনে হচ্ছে তারাও (পিএসজি) চায় পচেত্তিনো চলে যাক। দলে অনেক বড়সড় পরিবর্তন আসবে। তবে আমার মনে হয় মেসি এটি সামলে নিতে পারবে।’ তিনি আরও যোগ করেন, ‘এর ফলে পরের মৌসুমে আরও ভালো খেলতে পারবে মেসি। আমার মতে, সে এবার দারুণ শুরু করবে। কারণ বিগত মৌসুমের শেষ দিকে সে গোল-অ্যাসিস্ট করা শুরু করেছিল এবং নিজেকে মানিয়ে নিয়েছিল।’ এসময় ক্লাব ছাড়া সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘আরও অনেক খেলোয়াড় আছে যারা ক্লাব ছাড়বে। আমারটা সহজ ছিল কারণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। একদিকে চিন্তা করলে এটি কষ্ট দিয়েছে। অন্য দিক থেকে দেয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি দারুণভাবে বিদায় নিয়েছি। কখনও না ভোলার মতো রাত ছিল। আমার মতো একজন আর্জেন্টাইন অন্য দেশে এভাবে বিদায় পাচ্ছে, সত্যিই অসাধারণ। আমার জন্য তারা গান গেয়েছে, প্রতিকৃতি বানিয়েছে। এসবই স্মৃতিতে থেকে যাবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :