1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ধামরাইয়ে ৭ ক্লিনিক বন্ধের নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২

 

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অনিবন্ধিত ৭ ক্লিনিকে অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৬ জুন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই, কালামপুর, জয়পুরা ও কাওয়ালিপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা। নুর রিফফাত আরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ধামরাইয়ে অনিবন্ধিত ক্লিনিকে অভিযান শুরু করা হয়। যা এখনো চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ধামরাই, কালামপুর, জয়পুরা ও কাওয়ালিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি, জনকল্যাণ জেনারেল হাসপাতাল, একতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সিমান্ত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, আলাদীনস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিডিএন ধামরাই ডায়াবেটিস সেন্টার, ইয়াসিন ডেন্টাল কেয়ারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নুর রিফফাত আরা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ধামরাইয়ের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ অনিবন্ধিত ক্লিনিক বন্ধ না হবে ততক্ষণ এই অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ সদস্যসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গত, গত ২৬ মে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :