ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা করতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ২২ অক্টোবর শনিবার দুপুরে যাদবপুর ইউনিয়নের সাকরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে । এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার থেকে জানা গেছে, সাকরাইল গ্রামের সনাতন ধর্মের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের হোসেন আলীর ছেলে রবিন হোসেন (১৯) জোরপূর্বক বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে গেলে রবিন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপোসের চেষ্টা চলছে বলে জানান রবিনের ফুফু নুরজাহান বেগম। মেয়ের মা জানান, ছেলের পক্ষ থেকে দোষ স্বীকার করে আপোষের প্রস্তাব দিছে। ছেলেটার স্বভাব চরিত্র ভালো তাই কোন কিছু করতে সাহস পাই না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ছেলের পক্ষ থেকে আপোসের কথা বলা হয়েছে কিন্তু এটি আপোসযোগ্য নয় বিধায় না করে দিয়েছি।
Leave a Reply