ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে শিশু ও নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার মঙ্গলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের শিখা বেগমের জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায় একইএলাকার ফজলু মিয়া গংরা। এসময় শিখা বেগম গংরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে ফজলু মিয়া, বজলু মিয়া, লাভলু মিয়া, সবুজ মিয়া, ফয়সাল। এতে লতিফ বেগম, শিখা বেগম, আমেনা বেগম, শিশু জান্নাতুল আক্তার, তাহমিনা আক্তার, তাসফিয়াসহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে লতিফা বেগমের অবস্থা আশংকাজনকবলে জানা গেছে। প্রথমে তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিলে তার অবস্থা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, জমি নিয়ে সংর্ঘষের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply