ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে প্রিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার ১২ জানুয়ারি ভোর রাতে দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক।
নিহত প্রিয়া আক্তার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী এক সাথে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে ভোর রাতে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেলে দেখতে পায় তার স্ত্রী প্রিয়া আক্তার ঘরের আড়ার সাথে ঝুলছে। তখন স্বামীর ডাক চিৎকারে পাশের বাড়ি থেকে দাদি ও চাচি এগিয়ে এসে প্রিয়াকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখা হয়। তখনও প্রিয়ার হাত-পা নড়ছিল। তার একটু পরই প্রিয়া মারা যায়। সে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারবো না।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply