ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ৮ মে রবিবার সকালে ধামরাই পৌর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে পৌর কমিটি গঠন করার খবর পেয়ে ছুটে আসেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় তার সমর্থকরা সভাস্থলে ঢুকতে না পেরে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের লোকজন বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। পরে তারাও পাল্টা হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাহা বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেননি।
Leave a Reply