ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০২২ (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা কুশুরা আব্বাস আলী উচ্চ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৬ মে বৃহস্পতিবার বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সেমি ফাইনাল খেলায় বিজয়ী দুই দল ধামরাই পৌরসভা ফুটবল দল বনাম ধামরাই সদর ইউনিয়ন ফুটবল দল। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামরাই পৌরসভা ফুটবল দল ধামরাই সদর ইউনিয়ন ফুটবল দলের সাথে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়। ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান (পিপিএম) এবং নবযুগ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নিয়ামুল কবির সহ উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুটবল প্রেমী হাজার হাজার দর্শকবৃন্দ।
Leave a Reply