ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭, বালক) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ২১ মে শনিবার পর্দা উঠলো ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনূর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর। ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে দুপুর ২ঃ৩০ মিনিটে সোমভাগ ইউনিয়ন পরিষদ বনাম চৌহাট ইউনিয়ন পরিষদের খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার শুভ সূচনা হলো।ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭, বালক) ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোবারক হোসেন কামাল সহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ফুটবলপ্রেমী হাজার হাজার দর্শকবৃন্দ এ’সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply