ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পালিত ছেলের শাবলের আঘাতে দিদার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পালিত ছেলে সোহেল রানা (৪৩) ও তার স্ত্রী সোনিয়া বেগমকে আটক করেছে। ৫ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিদার হোসেনের কোনো সন্তান না থাকায় সোহেলকে শিশুকালে দত্তক নেন। নিজের পিতৃস্নেহ দিয়ে তাকে লালনপালন করেন। সম্প্রতি জমি নিয়ে বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সোহেল। এর জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোহেলের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। এসময় সোহেল হাতে থাকা লোহার শাবল দিয়ে দিদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। ধামরাই থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জড়িত দুইজনকে আটক করে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply