ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ১৫ ইউনিয়নে বৃহস্পতিবার নির্বাচনের রাতেই সহিংসতায় দুটি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন ২ জন।
নিহতরা হলেন- রাতুল ও নাছিরউদ্দিন মোল্লা। এসময় আহত হয়েছেন প্রায় ২৩ জন। বাড়ি ভাংচুর করা হয়েছে কয়েকটি। রুপনগরে হামলায় নিহত হন রাতুল। তার ভাই অর্নবের অবস্থা গুরুতর। এছাড়াও আরো ৩টি ইউনিয়নে হামলা-সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৩৫ জন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ধামরাইয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপর শুরু হয় হামলা-সংঘর্ষ ও মারামারি। কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী মেম্বার উজ্জল মিয়ার ফোর্ডনগরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে পরাজিত মেম্বার প্রার্থী মনির হোসেন আপনের লোকজন।
কয়েকজনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন উজ্জল মিয়া।
Leave a Reply