ধামরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা-মামলা ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে নিয়ে ছাত্রলীগের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদল। ২৯ মে রবিবার সন্ধায় ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চন্দ্রাইল সড়কের মাথায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বেশ সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক শেখ রনির নেতৃত্বে পৌর ছাত্র দলের বাদল, ফয়সাল, জোনাক, মনিরসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় সারাদেশে ছাত্রদলের নেতাদের গুম ও সাঁড়াশি গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন মিছিলে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারা দু’দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply