ধামরাই প্রতিনিধ: ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সেলিম তালুকদার (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ২১ অক্টোবর শুক্রবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম তালুকদার উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈ গ্রামের আব্দুর কাদের তালুকদারের ছেলে। আহত ব্যক্তিরা হলেন সেলিমের মা শিরিন আক্তার, চাচাতো ভাই শরিফুল ইসলাম ও শাহিন। স্বজনরা জানান, দুপুরে প্রতিবেশী আব্দুল ছাত্তার ও তার সঙ্গীরা সেলিমের বাড়ির উঠানে জমির মালিকানা দাবি করে মাটি কাটা শুরু করেন। এ সময় সেলিম ও তার বাবা-মা নিজের বাড়ির মাটি কাটতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল ছাত্তার ও তার সঙ্গীরা দেশি অস্ত্র দিয়ে সেলিম ও তার মা শিরিন আক্তার এবং চাচাতো ভাই শরিফুল ইসলাম ও শাহিনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply