ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৯ মার্চ বুধবার সকাল সাড়ে নয়টারদিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ৯ মার্চ বুধবার সকালে সাড়ে নয়টার দিকে টিনশেডের ওই তুলার গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। প্রাথমিকভাবে তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ধামরাই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত কীভাবে, সেটা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
Leave a Reply