ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে আমতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এমপির উপস্থিততে খাবার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। ২০ এপ্রিল বুধবার ধামরাইয়ের আমতা হরলাল উচ্চ বিদ্যলয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেষ। প্রত্যক্ষদর্শীরা বলেন, ধামরাইয়ের আমতা ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত হন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। ইফতার মাহফিলে খাবার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় এসপির উপস্থিতিতেই মারামারি শুরু হলে অন্তত ১৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। ধামরাই থানার ডিউটি অফিসার (এসআই) প্রদীপ বলেন, এমপি মহোদয় একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে ডিউটিতে এএসআই শশধর ছিলেন। তিনি জানিয়েছিলেন ইফতার পার্টিতে ঝামেলা হচ্ছে। খবর পেয়ে থানার অফিসার্স ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের মুঠোফোনে একাধিক বার কল করা হলে তাকে পাওয়ানি। এ ব্যাপারে কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল বলেন, একটি ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫/৬ জন। তবে কে কোন পক্ষের তা জানা যায়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply