1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ধামরাইয় দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। ১৭ নভেম্বর রবিবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওগাতুল আলম। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। নিহত পিকআপের চালকের নাম কাঞ্চন (২৩)। তিনি জামালপুর জেলার বাসিন্দা।
সহকারী নেত্রকোনা জেলার বাসিন্দা আশরাফুল (১৯)। তাদের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকাগামী একটি পিকআপ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৌঁছালে গাড়ির ত্রুটি দেখা দেয়। এসময় চালক পিকআপটি সড়কের পাশে থামান। পিকআপের পেছনে হেলপার (চালকের সহযোগী) দাঁড়িয়ে সিগনাল (সংকেত) দিতে থাকেন যাতে কোনো গাড়ি এসে ধাক্কা না দেয়। এরপরও একটি দ্রুতগতির ট্রাক হেলপারকে চাপা দিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকাপের হেলপার ও চালক মারা যান। খবর পেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়। ধামরাই থানায় এজাহার হলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :