1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে ‘সেলফি’ ছিটকে নদীতে পড়ে নিহত ২

  • আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বেপরোয়া গতির সেই সেলফি পরিবহণের একটি বাস ছিটকে নদীতে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। অল্পের জন্য বাসটি নদীর মাঝখানে না পড়ায় বেঁচে গেছেন স্টাফসহ সব যাত্রী। রবিবার ২২ মে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়ীয়া গাজীখালী নদীর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুরের পাংশা সদরের নেপাল দাস ও গোপাল দাসের ছেলে। লাশ স্বজনরা হাসপাতালের কথা বলে ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়ীয়া এলাকার গাজীখালী নদীর ব্রিজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ছিটকে নদীতে পড়ে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ওই ২ যাত্রী নিহত ও অপর ৪০ জন যাত্রী আহত হন। চালকসহ বাসটির স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট মো. মানিক বলেন, বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সেলফি পরিবহণ দুর্ঘটনার শিকার হচ্ছে। আর এতে ঘটছে ব্যাপক সম্পদ ও প্রাণহানি। আমরা এ পরিবহণ বন্ধের দাবিতে একাধিকবার মানবন্ধন কর্মসূচি পালন করলেও কোনো ফল পাইনি। এক সপ্তাহে ১১টি দুর্ঘটনা ঘটেছে সেলফি পরিবহণের। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। বাসটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :