ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই বুধবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় ৩০ জন শিশুর মাঝে খিচুরি বিতরণ করা হয়।খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহবিন মুশফিকাসহ আফরিনা তাবাসসুম, রাকিবুল হাসান সিয়াম ও ওয়াসিম আকরাম প্রমুখ। শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, বসুন্ধরা শুভসংঘ নিয়মিত শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।