ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাত চেয়ারম্যান প্রার্থীসহ ৬৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া দুইজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্যের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাচাই করে ৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৬ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত আসনের সদস্যের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৯ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩ জন। বৈধ চেয়ারম্যান প্রার্থী হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম রাজা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ধামরাই উপজেলা আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ তানভীর হাসান তুহিন, যুবলীগ নেতা সালে আকরাম চৌধুরী, রমিজুর রহমান চৌধুরী রোমা, সোহেল হায়দার চৌধুরী কবির ও আলীমুর রহমান লিটন। এদিকে ঋণ খেলাপীর দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য পদে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ ইসলামী আন্দোলন এর চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান, রফিজুর রহমান চৌধুরী সুলতান। এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার না হওয়ায় ৪নং ওযার্ডের সাধারণ সদস্য পদে মোঃ মেহীদি হাসানের মনোনয়নও বাতিল করা হয়েছে। ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আগামী ২০,২১,২২ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। সেই আপিলের শুনানি শেষে ২৬ মে পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ২৭ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন এবং আগামী ১৫ জুন ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ১৩ টি কেন্দ্রে ৫২টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৪৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১২৩৫৮ এবং মহিলা ভোটার সংখ্যা ১২৩৩৫টি। সবগুলো ভোট কেন্দ্রে ইলেকট্রনিক মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply