ধামরাই প্রতিনিধি : ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধামরাইয়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ। “দৈনিক ভোরের কাগজ” পত্রিকায় মাদক কারবারির বিরুদ্ধে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের জের ধরে প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ৫ জুন রবিবার সকাল এগারটায় ধামরাই উপজেলা চত্তরে ধামরাই প্রেস ক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাব, অন্যান্য সাংবাদিক সংগঠন এবং সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন কর্মসুচি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা অনতিবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারে দাবী করেছেন।মামলা প্রত্যাহার না করা হলে আরো এ ঘটনায় কঠোর কর্মসুচি দেবার হুশিয়ারী করেছেন। ৫ জুন রবিবার সকাল এগারটায় ভোরের কাগজের ঢাকার ধামরাই উপজেলা প্রতিনিধি দীপক চন্দ্র পালের সঞ্চালনায় উপজেলা চত্তরে মানব বন্ধন ,প্রতিবাদ সমাবেশ শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে কর্মসুচির সমাপ্তি করেছেন। এই কর্মসুচিতে ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুুষার,সাধারন সম্পাদক আনিসুর রহমান স্বপন,ধামরাই রিপোর্টার ক্লাবের সভাপতি আদনান হোসেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের পক্ষ থেকে শিক্ষক নন্দ গোপাল সেন, ভোরের কাগজ প্রতিনিধি দীপক চন্দ্র পাল সহ নবীন চৌধুরী, লোকমান হোসেন, শাহীন আলম, রাজিবুল হাসান, রুহুর আমীন, মিলন সিদ্দীকী, সৈকত হোসেন, মঞ্জুর রহমান,মোঃ রৌফ, রঞ্জিত পাল বাবু,নূরুল ইসলাম প্রমূখ।
Leave a Reply