সংবাদ রিপোর্ট : শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ঢাকা জেলার সাভার নামাবাজার “বাড়ি মালিক কল্যাণ সমিতির” সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল হাই। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ২১ ডিসেম্বর বুধবার ভোরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বংশী নদীর একাধিক ঘাটের খেয়া পারাপারের শতাধিক মাঝিদের মাঝে বিতরণ করলেন কম্বল। সাভার নামা বাজার বাড়ি মালিক কল্যাণ সমিতির” সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল হাই জানান, প্রতিবছর শীতে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের। এবারও তাই করেছি। তবে এবার অসহায় নৌকার মাঝিদের মাঝে শীতের কম্বল বিতরণ করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামীন তৌফিক দিলে নৌকার মাঝি ছাড়াও আরো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবার ইচ্ছে আছে। আমাদের সকলেরই উচিত সামর্থ্য অনুযায়ী শীতে অসহায়দের পাশে দাঁড়ানো।
Leave a Reply