ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ের নান্নার ইউনিয়নের কালিদাসপট্টি এলাকার গাজীখালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল ফকির। পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন পোশাক শ্রমিক কারখানায় যাওয়ার পথে কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে গাজীখালি নদীর পানিতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন। পরে এলাকাবাসীকে জানালে তারা ধামরাই থানায় খবর দিলে পুলিশ এসে পানি থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই যুবককের মৃত্যু বেশ কিছু দিন পুর্বে হয়েছে। ইতোমধ্যে মরদেহটি ফুলে উঠেছে। এসআই রাসেল ফকির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply