ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে তরুণ-তরুণীকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টায় চার ব্যক্তিকে আটক করেছে র্যাব-৪।এসময় জিম্মি করা ওই তরুণ-তরুণীকেও উদ্ধার করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সিপিসি-৩, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ আটক ও ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।এরআগে সকালে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের মোকলেছুর রহমানের বাড়ি থেকে ওই তরুণ-তরুণীকে উদ্ধার ও জিম্মিকারিদের আটক করে র্যাব। আটককৃত হলেন, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিন হাতকোড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ আল আমিন (৩০), কৃষ্ণ পুরা গ্রামের মৃত মহর আলীর ছেলে মোঃ আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সাওারের ছেলে মোঃ আবু বকর সিদ্দিক (৩৫) ও চারিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৭)। র্যাব জানায়, সোমবার রাত ১১ টার দিকে সাভার থেকে ভুক্তভোগী ওই তরুণী বারবাড়িয়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। তখন এক তরুণের সহায়তায় নিজ বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। এ সময় পথে তাদের গতিরোধ করে আটককৃত মোখলেছুর রহমান। পরে ভুক্তভোগী তরুণ-তরুণীদের নানা রকম ভয়-ভীতি দেখিয়ে তাদেরকে একটি কক্ষে জিম্মি করে রাখে। সেই সাথে ভুক্তভোগী তরুণ-তরুণীদের কাছে চাঁদা আদায়ের জন্য নানা রকম ভয়-ভীতি দেখায়। পরে আজ সকালে কৌশলে ওই ভুক্তভোগী তরুণী র্যাবকে জিম্মি ও চাঁদা আদায়ের বিষয়টি জানায়।এরপরে র্যার-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ওই তরুণ-তরুণীকে উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ১টি বাজাজ পালসার মোটর সাইকেল ও চাঁদাবাজির নগদ ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা জব্দ করে। এবিষয়ে মানিকগঞ্জ সিপিসি-৩ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ভবিষ্যতেও এমন কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Leave a Reply