ধামরাই প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার ধামরাইয়ে গুলিতে নিহত ছাত্র হত্যা মামলায় ধামরাই উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে । ৭ জানুয়ারী মঙ্গলবার সকালের দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ৬ জানুয়ারী সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম।গ্রেফতাকৃত মোঃ আমজাত মোল্লা ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ললিতনগর গ্রামের মৃত পচা মিয়ার ছেলে। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়। এই মামলায় অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলা শহর থেকে আমজাত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে। গত ৫আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
Leave a Reply