ধামরাই প্রতিনিধি :ধামরাইয়ে সাগর (২২) নামের প্রবাসফেরত যুবককে আত্মহত্যা প্ররোচনার দায়ে সৎমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ মার্চ মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের সৎমা ফাহিমা (৪০), ফুফু হাজেরা বেগম (৪৮) ও চাচা ইসমাইল হোসেন (৪৪)। তারা সবাই মানিকগঞ্জ জেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত সাগরের বাড়ি মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায়। তার বাবার নাম তাছের আলী। নিহত সাগরের বাড়ি মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায়। তার বাবার নাম তাছের আলী। পুলিশ জানায়, নিহত সাগর লেবাননপ্রবাসী ছিলেন। প্রায় আট মাস আগে তিনি দেশে এসেছেন। এরপর তার বাবার সঙ্গে কৃষিকাজ শুরু করেন। গত ২৭ মার্চ তার দাদির একটি সোনার চেইন চুরি হলে সাগরকে চুরির অপবাদ দেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা কবিরাজ ডেকে চালপড়া খাওয়ানোর চেষ্টাসহ বিভিন্নভাবে তিরস্কার করতে থাকেন। এমন অপমান সহ্য করতে না পেরে সাগর ওই এলাকার নিকটবর্তী ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার একটি ডুমুরগাছে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট বোন তাসলিমা খাতুন তার সৎমা ফাহিমাসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে মামলা করেন। পরে ২৮ মার্চ সোমবার তাদের গ্রেপ্তার করে ২৯ মার্চ মঙ্গলবার আদালতে পাঠানো হয়। নিহত সাগরের বোন তাসলিমা খাতুন বলেন, ২০১৬ সালে আমার মাকেও চুরির অপবাদ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন তারা। সবাই জানে আমার চাচা মাদকাসক্ত। তিনি ছাড়া আর কে টাকা চুরি করবেন? শুধু শুধু তারা আমার মা ও ভাইকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, নিহত ব্যক্তির বোন বাদী হয়ে মামলা করেছেন। পরে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply