ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বসত বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ৭ জানুয়ারি শনিবার ভোরে ধামরাই পৌর এলাকার কুমড়াইল কবরস্থান সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন— গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (১৮)। প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। পরে ওই ভবনের নিচতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে ওই ফ্লাটে গিয়ে ভেতরে পাঁচজনকে দগ্ধ অবস্থায় পরে থাকতে দেখেন। এরপর তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন জানান, উদ্ধার করা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া করা হচ্ছে।
Leave a Reply