1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

ধামরাইয়ে কৃষি জমি রক্ষাসহ মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের মামুরা গ্রামসহ সাতটি গ্রমারে সংখ্যালঘু জেলে কৃষকদের বসতবাড়ি থেকে উচ্ছদে কৃষি জমি ধ্বংস কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করছে কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন ও এলাকাবাসী। সকালে শত শত এলাকাবাসী কুল্লা ইউনিয়নের মাখুলিয়া সেলুঘাট এলাকায় এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা, অবৈধ আকসিক নগরের সন্ত্রাস বাহিনীদের গ্রেফতার, শাস্তি, ফাঁসির ও আকসিক নগরে দখলকৃত বসতবাড়ি ফসলী জমি ফিরে পাওয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠন কৃষক মরণ চন্দ্র রায়,আফসান আলী,মনির হোসেন,বদরুল (বদু), জেসমিন আক্তার প্রমুখ। এসময় তারা অবৈধ আকসিক নগরের মালিক সন্ত্রাসী তৈাহিদুল ইসলামকে গ্রেপ্তারের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :