ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অটো রাইস মিল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলহাজ্ব জামালউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হাটিপাড়া এলাকায় জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এই মানববন্ধন করা হয়। তাদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই আশিয়ান অটো রাইস মিল, সাহেব আলী অটো রাইস মিল ও শ্যামা অটো রাইচ মিল নামের তিনটি মিল থেকে উড়ে আসা ছাই ও বিষাক্ত ধোঁয়া এসে ক্লাস রুম ঢুকে। এতে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে। এছাড়া শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এর প্রতিবাদে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
Leave a Reply