আশুলিয়া প্রতিনিধি : দেশের বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বানিজ্যমন্ত্রীর বরখাস্ত এবং শ্রমিকদের জীবন বাঁচাওসহ বিভিন্ন দাবীতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি শ্রমিক সংগঠন। ৯ মে সোমবার বিকেল ৪ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির ব্যানারে সংগঠনের সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু)’র নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা তেলসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বানিজ্যমন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানান। এছাড়া দেশের মানুষকে জিম্মী করে তেলের মূল্য বৃদ্ধি চলবেনা জানিয়ে তেলসহ দ্রব্যমূল্যের দাম কমিয়ে শ্রমিকদের জীবন বাঁচানোর দাবী জানানো হয়। অরবিন্দু বেপারী (বিন্দু) বলেন, বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা বলেও কিছু নেই। বাজারের অবস্থা দেখলে মনে হয়,দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। অন্যায় ও অযৌক্তিকভাবে ভোজ্যতেল সহ- প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অসৎ ব্যবসায়ীরা মানুষের পকেট থেকে প্রতিদিন শত শত কোটি টাকা কেটে নিচ্ছে। বর্তমান বাণিজ্য মন্ত্রী ওনি মুনাফাখোর শিল্পমালিক ব্যাবসায়ী হিসাবে পরিচিত। ওনার অধিনে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা সম্ভব নহে।ওনি গণমাধ্যমে বার্তা দিয়েছে বাজার নিয়ন্ত্রণে আনা সরকারের বাইরে। এই বক্তব্যে প্রমান মিলে বাণিজ্য মন্ত্রী বাজার সিন্ডিকেট কবলে বন্ধী। অতএব ওনাকে বরখাস্ত করা উচিৎ বলে মনে করেন শ্রমিক নেতা।মানব বন্ধনে এসময় সংগঠনটির সাভার-আশুলিয়ার আঞ্চলিক কমিটির প্রায় ৩৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply