1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

দূষণরোধে তুরাগে নৌ- র‌্যালি

  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

সংবাদ ডেস্ক : নদীকে দূষণমুক্ত করার দাবিতে তুরাগ নদে প্রতিবাদী নৌ-র‌্যালি করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। নদী দিবস উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর টঙ্গী ব্রিজ সংলগ্ন তুরাগ নদ থেকে এ নৌ-র‌্যালি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূইয়া। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান, নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি ইকরাম এলাহী খান সাজ, যুগ্ম সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সদস্য ইব্রাহিম খলিল, মুহাম্মদ আনোয়ার হোসেন, সমাজসেবক হাসান উদ্দিন, আব্দুল মালেক প্রমুখ। ২০ নৌকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেন। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে রয়েছে অসংখ্য নদ-নদী। নদীগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এখন মরতে বসেছে। অনেক নদ-নদী বিষাক্ত হয়ে গেছে। নাব্যতা হারিয়ে কমেছে পানির প্রবাহ।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :