সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ মে বৃহস্পতিবার বিকেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, সাবেক সংসদ সদস্য শিরীন নঈম পুনম, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল। সম্মেলনে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি এবং সাধারণ সম্পাদক ডা. মিরানা জাহান। বর্ণাঢ্য সম্মেলনে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply