সংবাদ রিপোর্ট: ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ওসি কাজী মইনুল ইসলাম পিপিএম। ১১ এপ্রিল সোমবার তার হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার। চলতি বছরের গত মার্চ মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়। এর আগে তিনি একাধিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। ওসি কাজী মইনুল হোসেন ঢাকার চোখকে বলেন, ঢাকার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা সাভার মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।
Leave a Reply