স্পোর্টস ডেস্ক : ডেনমার্ক ও তিউনিসিয়ার মধ্যেকার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। ২২ নভেম্বর মঙ্গলবার কাতার বিশ্বকাপের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচটিতে আফ্রিকার দলটির বিপক্ষে প্রথমার্ধে প্রধান্য নিয়ে খেলেছে ইউরোপের দল ডেনমার্ক। বেশ কয়েকটি আক্রমণও করেছিল এরিকসেন-কাসপার ডোলবার্গরা। কিন্তু গোল আদায় করতে পারেনি। উল্টো বিরতির বাশির দুই মিনিট আগে গোল হজম করতে বসেছিল ড্যানিশরা। গেলরক্ষক দুর্দান্ত সেভ না করলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হতো তাদের। মাঝমাঠ থেকে আসা বলটি পেয়্ইে জেবালি গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তুলে দিয়েছিলেন। কিন্তু গোলক্ষক কাসপার সিমিচেন কোন মতে হাত দিয়ে ঠেকিয়ে কর্নারের মাধ্যমে পোস্ট অক্ষত রাখেন। শেষ দুই মিনিটে ডেনমার্ক দুইবার বল নিয়ে তিউনিসিয়ার রক্ষণে ঢুকে সুযোগ আদায়ের চেষ্টা করেছিল। তিউনিসিয়ার ডিফেন্ডাররা প্রতিবারই বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। কোন পক্ষ গোল করতে না পারায় ০-০ অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
Leave a Reply